আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৯৯
যার ইমামতিতে তার কওম অসন্তুষ্ট, তার প্রতি ভীতি প্রদর্শন
৬৯৯. হযরত তালহা ইবন উবায়দুল্লাহ (রা) থেকে বর্ণিত। একদা তিনি একদল লোকের সালাতে ইমামতি করেন। তিনি সালাত শেষ করে বললেন: আমি ইমামতি করার পূর্বে তোমাদের অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম। তোমরা কি আমার ইমামতিতে সন্তুষ্ট? তারা বললঃ হ্যাঁ, হে রাসূলের হাওয়ারী! এ কাজ কে অপসন্দ করবে? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন কওমের সালাতের ইমামতি করে অথচ তার কওম তার প্রতি অসন্তুষ্ট, তার সালাত দুই কানের উপরে উত্থিত হয় না।
(তাবারানী সুলায়মান ইবন আইয়ুব তাহা কূফীর সূত্রে 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন: তার সম্পর্কে বিতর্ক রয়েছে।)
(তাবারানী সুলায়মান ইবন আইয়ুব তাহা কূফীর সূত্রে 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন: তার সম্পর্কে বিতর্ক রয়েছে।)
التَّرْهِيب من إِمَامَة الرجل الْقَوْم وهم لَهُ كَارِهُون
699 - وَعَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّه رَضِي الله عَنْهُمَا أَنه صلى بِقوم فَلَمَّا انْصَرف قَالَ إِنِّي نسيت أَن أستأمركم قبل أَن أتقدم أرضيتم بصلاتي قَالُوا نعم وَمن يكره ذَلِك يَا حوارِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَيّمَا رجل أم قوما وهم لَهُ كَارِهُون لم تجَاوز صلَاته أُذُنَيْهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة سُلَيْمَان بن أَيُّوب وَهُوَ الطلحي الْكُوفِي قيل فِيهِ لَهُ مَنَاكِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة سُلَيْمَان بن أَيُّوب وَهُوَ الطلحي الْكُوفِي قيل فِيهِ لَهُ مَنَاكِير
