আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৯৮
যার ইমামতিতে তার কওম অসন্তুষ্ট, তার প্রতি ভীতি প্রদর্শন
৬৯৮. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহ তিন ব্যক্তির সালাত কবুল করেন না। তারা হলো : ১. যে ইমামতি করে, অথচ তার কওম তার প্রতি অসন্তুষ্ট, ২. যে ব্যক্তি দেবারে সালাত আদায় করে। আর দেবার বলে ওয়াক্ত চলে যাওয়ার পর সালাত আদায় করাকে এবং ৩. যে স্বাধীন ব্যক্তিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে।
আবূ দাউদ ও ইবন মাজাহ, তাঁরা উভয়ে আবদুর রহমান ইবন যিয়াদ আফ্রিকী থেকে হাদীসটি বর্ণনা করেন।
التَّرْهِيب من إِمَامَة الرجل الْقَوْم وهم لَهُ كَارِهُون
698 - عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول ثَلَاثَة لَا يقبل
الله مِنْهُم صَلَاة من تقدم قوما وهم لَهُ كَارِهُون وَرجل يَأْتِي الصَّلَاة دبارا والدبار أَن يَأْتِيهَا بعد أَن تفوته وَرجل اعتبد محررا
رواه أَبُو دَاوُد وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة عبد الرَّحْمَن بن زِيَاد الإفْرِيقِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৯৮ | মুসলিম বাংলা