আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৯৭
পূর্ণতা ও একাগ্রতার সাথে সালাতের ইমামতি করার প্রতি অনুপ্রেরণা এবং এ দু'টি ছাড়া ইমামতি করার ভয়াবহ পরিণাম
৬৯৭. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিনদল লোক মিশকের স্তূপের উপর অবস্থান করবে। রাবী বলেন, আমার মনে হয় তিনি বলেছেনঃ "কিয়ামতের দিন" তারা হলঃ: ১. ঐ বান্দা, যে আল্লাহর এবং তার মনিবের হক আদায় করে, ২. ঐ ব্যক্তি, যে লোকদের (সালাতের) ইমামতি করে, আর তারা তার প্রতি সন্তুষ্ট এবং ৩. ঐ ব্যক্তি, যে দিন-রাতে প্রত্যহ পাঁচবার সালাতের জন্য আযান দেয়।
(আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান। ইমাম তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাত' গ্রন্থে এ হাদীসটি নিজ শব্দযোগে ত্রুটিমুক্ত সনদে বর্ণনা করেছেন। তাঁর শব্দমালা হলঃ রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিনদল লোককে মহাভীতি বিষাদক্লিষ্ট করবে না, তাদের হিসাব দিতে হবে না, তারা অবস্থান করবে মিশকের স্তূপের উপর, এমন কি আল্লাহ তা'আলা সৃষ্টিলোকের হিসাব শেষ করবেন। তারা হলঃ ১. ঐ ব্যক্তি, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করে, ২. ঐ ব্যক্তি, যে লোকদের ইমামতি করে আর তারা তার প্রতি সন্তুষ্ট, এবং ৩. ঐ ব্যক্তি, যে দিন-রাতে প্রত্যহ পাঁচবার সালাতের জন্য আযান দেয়।
আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান।)
অন্য অনুচ্ছেদে এ পর্যায়ে অনেক হাদীস রয়েছে: ইমাম হল যামিনদার এবং মুআযযিন হল আমানতদার ইত্যাদি। এ বিষয়ে আযান অধ্যায়ে হাদীস আলোচিত হয়েছে।
(আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান। ইমাম তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাত' গ্রন্থে এ হাদীসটি নিজ শব্দযোগে ত্রুটিমুক্ত সনদে বর্ণনা করেছেন। তাঁর শব্দমালা হলঃ রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিনদল লোককে মহাভীতি বিষাদক্লিষ্ট করবে না, তাদের হিসাব দিতে হবে না, তারা অবস্থান করবে মিশকের স্তূপের উপর, এমন কি আল্লাহ তা'আলা সৃষ্টিলোকের হিসাব শেষ করবেন। তারা হলঃ ১. ঐ ব্যক্তি, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করে, ২. ঐ ব্যক্তি, যে লোকদের ইমামতি করে আর তারা তার প্রতি সন্তুষ্ট, এবং ৩. ঐ ব্যক্তি, যে দিন-রাতে প্রত্যহ পাঁচবার সালাতের জন্য আযান দেয়।
আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান।)
অন্য অনুচ্ছেদে এ পর্যায়ে অনেক হাদীস রয়েছে: ইমাম হল যামিনদার এবং মুআযযিন হল আমানতদার ইত্যাদি। এ বিষয়ে আযান অধ্যায়ে হাদীস আলোচিত হয়েছে।
التَّرْغِيب فِي الْإِمَامَة مَعَ الْإِتْمَام وَالْإِحْسَان والترهيب مِنْهَا عِنْد عدمهما
697 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة على كُثْبَان الْمسك أرَاهُ قَالَ يَوْم الْقِيَامَة عبد أدّى حق الله وَحقّ موَالِيه وَرجل أم قوما وهم بِهِ راضون وَرجل يُنَادي بالصلوات الْخمس فِي كل يَوْم وَلَيْلَة
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يهولهم الْفَزع الْأَكْبَر وَلَا ينالهم الْحساب وهم على كثيب من مسك حَتَّى يفرغ من حِسَاب الْخَلَائق رجل قَرَأَ الْقُرْآن ابْتِغَاء وَجه الله وَأم بِهِ قوما وهم بِهِ راضون الحَدِيث وَفِي الْبَاب أَحَادِيث الإِمَام ضَامِن والمؤذن مؤتمن وَغَيرهَا وَتقدم فِي الْأَذَان
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يهولهم الْفَزع الْأَكْبَر وَلَا ينالهم الْحساب وهم على كثيب من مسك حَتَّى يفرغ من حِسَاب الْخَلَائق رجل قَرَأَ الْقُرْآن ابْتِغَاء وَجه الله وَأم بِهِ قوما وهم بِهِ راضون الحَدِيث وَفِي الْبَاب أَحَادِيث الإِمَام ضَامِن والمؤذن مؤتمن وَغَيرهَا وَتقدم فِي الْأَذَان
