আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৯৬
পূর্ণতা ও একাগ্রতার সাথে সালাতের ইমামতি করার প্রতি অনুপ্রেরণা এবং এ দু'টি ছাড়া ইমামতি করার ভয়াবহ পরিণাম
৬৯৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের সালাত আদায়ের জন্য ইমাম বানানো হবে, যদি তারা তা যথার্থভাবে আদায় করে, তবে তাতো তোমাদের জন্যই। আর যদি ভুল করে, তবে তাতে তোমাদের কোন ক্ষতি নেই এবং তাদের গুনাহ তাদের উপর বর্তাবে।
(বুখারী এবং অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। ইবন হিব্বান নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, অচিরেই তোমাদের কাছে এমন কওম আসবে, অথবা বলেছেন: অচিরেই এমন একটি কওম হবে, যারা সালাতের ইমামতি করবে, যদি তারা তা যথাযথভাবে আদায় করে, তবে তা তোমাদের জন্য, আর যদি তারা তা অসম্পূর্ণরূপে আদায় করে, তবে তার দায়-দায়িত্ব তাদের, তোমাদের নয়।)
(বুখারী এবং অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। ইবন হিব্বান নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, অচিরেই তোমাদের কাছে এমন কওম আসবে, অথবা বলেছেন: অচিরেই এমন একটি কওম হবে, যারা সালাতের ইমামতি করবে, যদি তারা তা যথাযথভাবে আদায় করে, তবে তা তোমাদের জন্য, আর যদি তারা তা অসম্পূর্ণরূপে আদায় করে, তবে তার দায়-দায়িত্ব তাদের, তোমাদের নয়।)
التَّرْغِيب فِي الْإِمَامَة مَعَ الْإِتْمَام وَالْإِحْسَان والترهيب مِنْهَا عِنْد عدمهما
696 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يصلونَ لكم فَإِن أَصَابُوا فلكم وَإِن أخطؤوا فلكم وَعَلَيْهِم
رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه
سَيَأْتِي أَو سَيكون أَقوام يصلونَ الصَّلَاة فَإِن أَتموا فلكم وَإِن انتقصوا فَعَلَيْهِم وَلكم
رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه
سَيَأْتِي أَو سَيكون أَقوام يصلونَ الصَّلَاة فَإِن أَتموا فلكم وَإِن انتقصوا فَعَلَيْهِم وَلكم
