আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৭৪
ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৭৪. হযরত আবূ উমামা (রা) থেকে মারফু সনদে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিকর করবে, এর পর যে দুই রাক'আত অথবা বলেছেন, চার রাকআত সালাত আদায় করবে, তার শরীর জাহান্নামে দগ্ধীভূত ভূত হবে না। এই বলে হাসান তাঁর নিজের চামড়া টেনে ধরে দেখালেন।
(হাদীসটি বায়হাকী বর্ণিত।)
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
674 - وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ من صلى الْفجْر ثمَّ ذكر الله حَتَّى تطلع الشَّمْس ثمَّ صلى رَكْعَتَيْنِ أَو أَربع رَكْعَات لم تمس جلده النَّار وَأخذ الْحسن بجلده فمده
رَوَاهُ الْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৭৪ | মুসলিম বাংলা