আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৭৫
ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৭৫. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: বনী ইসমাঈলের দুজন গোলাম মুক্ত করার চেয়ে ফজরের সালাত আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত আমি বসে আল্লাহর যিকর, তাকবীর, তাহমীদ, তাসবীহ ও তাহলীল পাঠ করা অধিক পসন্দ করি। এমনিভাবে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বনী ইসমাঈলের চারজন দাসমুক্ত করার চেয়ে আল্লাহর যিকরে লিপ্ত থাকা আমার কাছে অধিক প্রিয়।
(আহমদ হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন।)
(আহমদ হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
675 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لِأَن أقعد أذكر الله تَعَالَى وأكبره وأحمده وأسبحه وأهلله حَتَّى تطلع الشَّمْس أحب إِلَيّ من أَن أعتق رقبتين من ولد إِسْمَاعِيل وَمن بعد الْعَصْر حَتَّى تغرب الشَّمْس أحب إِلَيّ من أَن أعتق أَربع رقبات من ولد إِسْمَاعِيل
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن


বর্ণনাকারী: