আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৭৩
ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৭৩. হযরত সাহল ইবন মু'আয তাঁর পিতা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ফজরের সালাত আদায়ের পর মুসাল্লায় বসে রইল, এমন কি দুই রাকা'আত সালাতুদ্দোহা আদায় করল এবং কেবল উত্তম কথাই বলল, তার পাপরাশি ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার চেয়েও অধিক হয়।
(আহমদ, আবু দাউদ ও আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। আবূ ইয়ালা বলেন, আমার ধারণায় তিনি বলেছেন: "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, তারপর সূর্যোদয় পর্যন্ত মুসাল্লায় বসে থেকে আল্লাহর যিকর করল, তার জন্য জান্নাত অবধারিত।")
[হাফিয মুনযিরী (র) বলেন]: যবান ইবন ফায়িদ সাহল থেকে তিনটি সূত্রে হাদীসটি বর্ণনা করেন। আমি হাদীসটিকে হাসান মনে করি এবং কেউ কেউ সহীহ মনে করেন।
(আহমদ, আবু দাউদ ও আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। আবূ ইয়ালা বলেন, আমার ধারণায় তিনি বলেছেন: "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, তারপর সূর্যোদয় পর্যন্ত মুসাল্লায় বসে থেকে আল্লাহর যিকর করল, তার জন্য জান্নাত অবধারিত।")
[হাফিয মুনযিরী (র) বলেন]: যবান ইবন ফায়িদ সাহল থেকে তিনটি সূত্রে হাদীসটি বর্ণনা করেন। আমি হাদীসটিকে হাসান মনে করি এবং কেউ কেউ সহীহ মনে করেন।
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
673 - وَعَن سهل بن معَاذ عَن أَبِيه رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قعد فِي مُصَلَّاهُ حِين ينْصَرف من صَلَاة الصُّبْح حَتَّى يسبح رَكْعَتي الضُّحَى لَا يَقُول إِلَّا خيرا غفر لَهُ خطاياه وَإِن كَانَت أَكثر من زبد الْبَحْر
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَأَبُو يعلى وَأَظنهُ قَالَ من صلى صَلَاة الْفجْر ثمَّ قعد يذكر الله حَتَّى تطلع الشَّمْس وَجَبت لَهُ الْجنَّة
قَالَ الْحَافِظ رَوَاهُ الثَّلَاثَة من طَرِيق زبان بن فائد عَن سهل وَقد حسنت وصححها بَعضهم
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَأَبُو يعلى وَأَظنهُ قَالَ من صلى صَلَاة الْفجْر ثمَّ قعد يذكر الله حَتَّى تطلع الشَّمْس وَجَبت لَهُ الْجنَّة
قَالَ الْحَافِظ رَوَاهُ الثَّلَاثَة من طَرِيق زبان بن فائد عَن سهل وَقد حسنت وصححها بَعضهم


বর্ণনাকারী: