আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৭২
ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৭২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন: ফজরের সালাতের পরে আল্লাহর যিকরকারী বান্দার সাথে ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত যিকরে লিপ্ত থাকা আমার নিকট বনী ইসমাঈলের চারজন দাস মুক্ত করা অপেক্ষা বেশি প্রিয়। আসরের সালাতের পর সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর যিকরকারী বান্দার সাথে বসা চারজন দাস মুক্ত করার চেয়ে আমার নিকট বেশি প্রিয়।
(আবু দাউদ ও আবূ ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়ালা বলেনঃ "বনী ইসমাঈলের চারজন দাস মুক্ত করার চেয়ে তা আমার কাছে প্রিয়, এই বাক্যে প্রতিটি দাসের মুক্তিপণ বারো হাজার দিরহাম (বুঝান হয়েছে)।"
ইবন আবুদ-দুনিয়া হাদীসের প্রথমার্ধ বর্ণনা করার পর বলেনঃ "ঐ কাজ আমার কাছে সূর্যোদয় স্থান অপেক্ষাও অধিক প্রিয়।")
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
672 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن أقعد أُصَلِّي مَعَ قوم يذكرُونَ الله تَعَالَى من صَلَاة الْغَدَاة حَتَّى تطلع الشَّمْس أحب إِلَيّ من أَن أعتق أَرْبَعَة من ولد إِسْمَاعِيل وَلِأَن أقعد مَعَ قوم يذكرُونَ الله من صَلَاة الْعَصْر إِلَى أَن تغرب الشَّمْس أحب إِلَيّ من أَن أعتق أَرْبَعَة

رَوَاهُ أَبُو دَاوُد وَأَبُو يعلى
قَالَ فِي الْمَوْضِعَيْنِ أحب إِلَيّ من أَن أعتق أَرْبَعَة من ولد إِسْمَاعِيل دِيَة كل وَاحِد مِنْهُم اثْنَا عشر ألفا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا بالشطر الأول إِلَّا أَنه قَالَ أحب إِلَيّ مِمَّا طلعت عَلَيْهِ الشَّمْس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৭২ | মুসলিম বাংলা