আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৭১
ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৭১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ফজরের সালাত জামাআতের সাথে আদায় করবে এবং সূর্য উদিত হওয়া পর্যন্ত (মুসাল্লায়) বসে আল্লাহর যিকর করবে, এরপর সে দুই রাকআত সালাত আদায় করবে, তাকে একটি হজ্জ ও উমরার অনুরূপ সওয়াব দেওয়া হবে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তাকে পুরা একটি হজ্জ ও একটি উমরার সওয়াব দেওয়া হবে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং বলেন: হাদীসটি হাসান-গরীব।)
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
671 - عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى الصُّبْح فِي
جمَاعَة ثمَّ قعد يذكر اللهحتى تطلع الشَّمْس ثمَّ صلى رَكْعَتَيْنِ كَانَت لَهُ كَأَجر حجَّة وَعمرَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَامَّة تَامَّة تَامَّة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৭১ | মুসলিম বাংলা