আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৭০
সালাতুল ফজর ও আসর সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৬৭০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের মধ্যে পরপর একদল ফিরিশতা আসে রাতে এবং একদল ফিরিশতা আসে দিনে এবং উভয় দল ফজর ও আসরের সালাতের সময় মিলিত হয়। এরপর যারা তোমাদের মধ্যে ছিল, তারা উপরে চলে যায়। তখন তাদের রব তাদের জিজ্ঞেস করেন, অথচ তিনি তাদের অবস্থা সম্পর্কে সর্বাধিক জ্ঞাতঃ তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ? তখন তারা বলে: আমরা তাদের ছেড়ে এসেছি সালাতরত অবস্থায় এবং আমরা যখন
তাদের নিকট পৌছাই, তখনও তারা সালাতরত ছিল।
(বুখারী, মুসলিম, নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তবে তাঁর এক বর্ণনায় নিম্নোক্ত শব্দযোগে বর্ণিত হয়েছে: রাতে আগমনকারী ফিরিশতা এবং দিনে আগমনকারী ফিরিশতা একত্র হয় ফজর ও আসরের সালাতে। আবার তারা ফজরের সালাতের সময় একত্র হয়। এরপর রাতের ফিরিশতা উপরে চলে যায় এবং দিনের ফিরিশতা দায়িত্বে নিয়োজিত থাকে এবং তারা আসরের সালাতের সময় একত্র হয়। এরপর দিনের ফিরিশতা উপরে চলে যায় এবং দায়িত্বে অবস্থান নেয় রাতের ফিরিশতা। এরপর তাদের রব তাদের জিজ্ঞেস করেন: তোমরা কিভাবে আমার বান্দাদের ছেড়ে এসেছ? তখন তারা বলে: আমরা তাদের ছেড়ে এসেছি সালাতরত অবস্থায় এবং আমরা যখন তাদের নিকট পৌছাই, তখনও তারা সালাতরত ছিল। কাজেই আপনি কিয়ামতের দিন পর্যন্ত তাদের ক্ষমা করে দিন।)
التَّرْغِيب فِي الْمُحَافظَة على الصُّبْح وَالْعصر
670 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتعاقبون فِيكُم مَلَائِكَة بِاللَّيْلِ وملائكة بِالنَّهَارِ ويجتمعون فِي صَلَاة الْفجْر وَصَلَاة الْعَصْر ثمَّ يعرج الَّذين باتوا فِيكُم فيسألهم رَبهم وَهُوَ أعلم بهم كَيفَ تركْتُم عبَادي فَيَقُولُونَ تركناهم وهم يصلونَ وأتيناهم وهم يصلونَ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه فِي إِحْدَى رواياته قَالَ تَجْتَمِع مَلَائِكَة اللَّيْل وملائكة النَّهَار فِي صَلَاة الْفجْر وَصَلَاة الْعَصْر فيجتمعون فِي صَلَاة الْفجْر فتصعد مَلَائِكَة اللَّيْل وَتثبت مَلَائِكَة النَّهَار ويجتمعون فِي صَلَاة الْعَصْر فتصعد مَلَائِكَة النَّهَار وتبيت مَلَائِكَة اللَّيْل فيسألهم رَبهم كَيفَ تركْتُم عبَادي فَيَقُولُونَ أتيناهم وهم يصلونَ وتركناهم وهم يصلونَ فَاغْفِر لَهُم يَوْم الدّين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৭০ | মুসলিম বাংলা