আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৫৭
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৫৭. হযরত আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আমি কি তোমাদের বলে দিব না যে, কিসে আল্লাহ তোমাদের নেকী বাড়িয়ে দেবেন? তারা বলল, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেনঃ কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণরূপে উযূ করা অথবা পবিত্রতা অর্জন করা, মসজিদের দিকে অধিক পদচারণা এবং এক সালাতের পর অন্য সালাত আদায় করা। যে ব্যক্তিই পবিত্রতা অর্জন করে ঘর থেকে বের হয়ে মসজিদে এসে মুসলমানদের সাথে অথবা তিনি বলেছেন ইমামের সাথে সালাত আদায় করে, তারপর অন্য সালাতের প্রতীক্ষায় থাকে, তার জন্য ফিরিশতারা এই বলে দু'আ করে: اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه “হে আল্লাহ। তাকে ক্ষমা কর। হে আল্লাহ। তার প্রতি রহমত বর্ষণ কর।" হাদীসের শেষ পর্যন্ত।
(ইবন মাজাহ ইবন খুযায়মা, ইবন হিব্বান নিজ শব্দযোগে তাঁর 'সহীহ' গ্রন্থে এবং দারিমী তাঁর 'মুসনাদ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
657 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلكم على مَا يكفر الله بِهِ الْخَطَايَا وَيزِيد بِهِ فِي الْحَسَنَات قَالُوا بلَى يَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إسباغ الْوضُوء أَو الطّهُور فِي المكاره وَكَثْرَة الخطا إِلَى الْمَسْجِد وَالصَّلَاة بعد الصَّلَاة وَمَا من أحد يخرج من بَيته متطهرا حَتَّى يَأْتِي الْمَسْجِد فَيصَلي فِيهِ مَعَ الْمُسلمين أَو مَعَ الإِمَام ثمَّ ينْتَظر الصَّلَاة الَّتِي بعْدهَا إِلَّا قَالَت الْمَلَائِكَة اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه
الحَدِيث رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ والدارمي فِي مُسْنده
tahqiqতাহকীক:তাহকীক চলমান