আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৫৬
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৫৬. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: একদা আমার রবের পক্ষ থেকে একজন আগন্তুক এলো, অন্য কিছু বর্ণনায় আছে, আমি একবার আমার রবকে অতি উত্তম সূরতে দেখলাম। তিনি আমাকে বললেনঃ হে মুহাম্মদ। আমি বললাম, হে রব। আমি আপনার খিদমতে উপস্থিত আছি। তিনি বললেন: মালায়ে আলায় (মুকাররব ফিরিশতাগণের মধ্যে) কি নিয়ে বাদানুবাদ চলছে তা কি আপনি জানেন? বললাম, আমি জানি না। তখন তিনি আমার দুই কাঁধের মাঝখানে তাঁর কুদরতী হাত রাখলেন, যার শীতলতা আমি বুকে অনুভব করলাম অথবা তিনি বলেছেন: তিনি আমার বুকে হাত রাখলেন। ফলে আমি আসমান ও যমীনের যাবতীয় বিষয় অবগত হলাম অথবা তিনি বলেছেন: পূর্ব-পশ্চিমের মধ্যকার যাবতীয় বিষয়ে অবগত হলাম। তিনি বললেনঃ হে মুহাম্মদ! আপনি কি জানেন মালায়ে আলায় কি নিয়ে বাদানুবাদ চলছে, তখন আমি বললামঃ হ্যাঁ, দারাজাত, কাফ্ফারাত, জামাআতের জন্য পদচারণা, প্রচণ্ড শীতের মওসুমে পূর্ণরূপে উযূ করা, এক সালাত আদায়ের পর অন্য সালাতের জন্য প্রতীক্ষা করা নিয়ে (ইত্যাদি বিষয় নিয়ে বাদানুবাদ চলছে)। যে ব্যক্তি এ সব পুরোপুরি সংরক্ষণ করবে, সে লাভ করবে সুখময় জীবন এবং সে কল্যাণের সাথে মৃত্যুবরণ করবে এবং সে পাপরাশি থেকে পবিত্র হবে সেদিনের ন্যায়, যেদিন তার মা তাকে প্রসব করেছিল। হাদীসের শেষ পর্যন্ত।
(ইমাম তিরমিযী (র) এ হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, এ হাদীসখানা হাসান-গরীব এবং এ হাদীসখানা পূর্ববর্তী অধ্যায়ে সবিস্তারে আলোচিত হয়েছে।)
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
656 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي اللَّيْلَة آتٍ من رَبِّي وَفِي رِوَايَة رَبِّي فِي أحسن صُورَة فَقَالَ لي يَا مُحَمَّد قلت لبيْك رَبِّي وَسَعْديك قَالَ هَل تَدْرِي فيمَ يخْتَصم الْمَلأ الْأَعْلَى قلت لَا أعلم فَوضع يَده بَين كَتِفي حَتَّى وجدت بردهَا بَين ثديي أَو قَالَ فِي نحري فَعلمت مَا فِي السَّمَوَات وَمَا فِي الأَرْض أَو قَالَ مَا بَين الْمشرق وَالْمغْرب قَالَ يَا مُحَمَّد أَتَدْرِي فيمَ يخْتَصم الْمَلأ الْأَعْلَى قلت نعم فِي الدَّرَجَات وَالْكَفَّارَات وَنقل الْأَقْدَام إِلَى الْجَمَاعَات وإسباغ الْوضُوء فِي السبرات وانتظار الصَّلَاة بعد الصَّلَاة وَمن حَافظ عَلَيْهِنَّ عَاشَ بِخَير وَمَات بِخَير وَكَانَ من ذنُوبه كَيَوْم وَلدته أمه
الحَدِيث رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَتقدم بِتَمَامِهِ