আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৫৫
অধ্যায়ঃ নামাজ
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৫৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: এক সালাত আদায়ের পর অন্য সালাতের প্রতীক্ষায় থাকা ঐ অশ্ব পরিচালনাকারী মুজাহিদের ন্যায়, যে আল্লাহর পথে সজোরে অশ্ব পরিচালনা করে। আর তাই হল সর্বোচ্চ রিবাত।
(আহমদ ও তারারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। আর এর সনদে আহমদ সালেহ নামে একজন রাবী রয়েছেন।)
(আহমদ ও তারারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। আর এর সনদে আহমদ সালেহ নামে একজন রাবী রয়েছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
655 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ منتظر الصَّلَاة بعد الصَّلَاة كفارس اشْتَدَّ بِهِ فرسه فِي سَبِيل الله على كشحه وَهُوَ فِي الرِّبَاط الْأَكْبَر
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإسْنَاد أَحْمد صَالح
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإسْنَاد أَحْمد صَالح