আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৫৪
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৫৪. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাত আদায়ের পর বান্দা যখন মুসাল্লায় বসে, ফিরিশতারা তখন তার জন্য দু'আ করে। আর তাঁদের দু'আ হল এরূপঃ اللَّهُمَّ اغْفِر لَهُ "হে আল্লাহ! তাকে ক্ষমা কর।" আর যদি সে (বান্দা) সালাতের প্রতীক্ষায় বসে থাকে, তাহলে দু'আ করে। আর তাঁদের দু'আ হল اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, হে আল্লাহ! তুমি তার প্রতি রহমত বর্ষণ কর।" (আহমদ এ হাদীস বর্ণনা করেন। তাঁর বর্ণনাকারীদের মধ্যে আতা ইবন সায়িব নামে একজন রাবী রয়েছেন।)
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
654 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن العَبْد إِذا جلس فِي مُصَلَّاهُ بعد الصَّلَاة صلت عَلَيْهِ الْمَلَائِكَة وصلاتهم عَلَيْهِ اللَّهُمَّ اغْفِر لَهُ وَإِن جلس ينْتَظر الصَّلَاة صلت عَلَيْهِ وصلاتهم عَلَيْهِ اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه
رَوَاهُ أَحْمد وَفِيه عَطاء بن السَّائِب
رَوَاهُ أَحْمد وَفِيه عَطاء بن السَّائِب
