আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৫৩
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৫৩. হযরত আলী ইবন আবু তালিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণভাবে উযূ করা, মসজিদের দিকে অধিক পদক্ষেপ এবং এক সালাত আদায়ের পর অপর সালাতের অপেক্ষায় থাকা
দ্বারা পাপসমূহ মোচন করে দেওয়া হয়।
(আবু ইয়ালা ও বাযযার 'সহীহ' সনদে এ হাদীসখানা বর্ণনা করেন এবং হাকিমও হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, এ হাদীসখানা মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
653 - وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إسباغ الْوضُوء فِي المكاره وإعمال الْأَقْدَام إِلَى الْمَسَاجِد وانتظار الصَّلَاة بعد الصَّلَاة يغسل الْخَطَايَا غسلا
رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৫৩ | মুসলিম বাংলা