আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৫১
অধ্যায়ঃ নামাজ
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৫১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত এই দুয়ের মধ্যে কোন অনর্থক কাজে লিপ্ত না হলে, তার সওয়াব ইল্লীনে লেখা হয়।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন। পেছনে এ বিষয়ে পূর্ণ হাদীস অতিবাহিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
651 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَصَلَاة فِي إِثْر صَلَاة لَا لَغْو بَينهمَا كتاب فِي عليين

رَوَاهُ أَبُو دَاوُد وَتقدم بِتَمَامِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৫১ | মুসলিম বাংলা