আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৫০
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৫০. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সা) এর সাথে মাগরিবের সালাত আদায় করলাম। এরপর কতক চলে গেল এবং কতক (মসজিদে) বসে গেল। এরপর রাসূলুল্লাহ এত দ্রুতবেগে এলেন যে, তাঁর শ্বাস-প্রশ্বাস দীর্ঘ হয়ে গেল। তিনি তাঁর দুই হাঁটুর কাপড় সরিয়ে বসলেন এবং বললেন: তোমরা সুসংবাদ গ্রহণ কর যে, তোমাদের রব তোমাদের জন্য আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং গর্বভরে তোমাদের বিষয়ে আলোচনা করেছেন এই বলে যে, তোমরা আমার
বান্দাদের প্রতি তাকাও, তারা ফরয সালাত আদায় করার পর অন্য সালাতের অপেক্ষায় আছে।
আবূ আইয়ুব সূত্রে ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেন এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, আবূ আইয়ুব মুরাগী মাতাকী বিশ্বস্ত লোক। তবে তিনি আবদুল্লাহ (রা) থেকে হাদীসটি শুনেছেন বলে আমার জানা নেই। আল্লাহ সর্বজ্ঞ।
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
650 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ صلينَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمغرب فَرجع من رَجَعَ وعقب من عقب فجَاء رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مسرعا قد حفزه النَّفس قد حسر عَن رُكْبَتَيْهِ قَالَ أَبْشِرُوا هَذَا ربكُم قد فتح بَابا من أَبْوَاب السَّمَاء يباهي بكم الْمَلَائِكَة يَقُول انْظُرُوا إِلَى عبَادي قد قضوا فَرِيضَة وهم ينتظرون أُخْرَى
رَوَاهُ ابْن مَاجَه عَن أبي أَيُّوب عَنهُ وَرُوَاته ثِقَات وَأَبُو أَيُّوب هُوَ المراغي الْعَتكِي ثِقَة مَا أرَاهُ سمع عبد الله وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৫০ | মুসলিম বাংলা