আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৪৯
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৪৯. আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এই আয়াতটি تَتَجَافَى جنُوبهم عَن الْمضَاجِع যারা শয্যাত্যাগ করে........।" ঐ সকল লোকের সম্পর্কে নাযিল হয়েছে যারা আতামা (ঈশার সালাতের)-এর অপেক্ষা করে।
তিরমিযী থেকে হাদীসটি বর্ণিত। ইমাম তিরমিযী বলেন, হাদীসখানা হাসান-সহীহ-গরীব।
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
649 - وَعَن أنس رَضِي الله عَنهُ أَن هَذِه الْآيَة {تَتَجَافَى جنُوبهم عَن الْمضَاجِع} السَّجْدَة 61 نزلت فِي انْتِظَار الصَّلَاة الَّتِي تدعى الْعَتَمَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৪৯ | মুসলিম বাংলা