সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৪৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। এক রাতে রাসূলুল্লাহ (সা) ইশার সালাত মধ্যরাতে আদায় করেন। তারপর তিনি সালাত আদায় করে আমাদের দিকে মুখ ফিরিয়ে বলেন: লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমরা যখন থেকে সালাতের অপেক্ষায় আছ, তখন থেকে সালাতের মধ্যেই আছ। হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
648 - وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أخر لَيْلَة صَلَاة الْعشَاء إِلَى شطر اللَّيْل ثمَّ أقبل بِوَجْهِهِ بَعْدَمَا صلى فَقَالَ صلى النَّاس ورقدوا وَلم تزالوا فِي صَلَاة مُنْذُ انتظرتموها رَوَاهُ البُخَارِيّ