আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৪৭
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৪৭. মুসলিম এবং আবূ দাউদ শরীফে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, যতক্ষণ কোন বান্দা সালাতের স্থানে থেকে সালাতের অপেক্ষা করে, ততক্ষণ তাকে সালাতের মধ্যেই গণ্য করা হয়। আর ফিরিশতারা তার জন্য এই বলে দু'আ করে اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, হে আল্লাহ! তুমি তার উপর রহমত নাযিল কর।" যতক্ষণ না সেই ব্যক্তি উঠে যায় অথবা তার হাদাস হয়। বলা হলঃ হাদাস কি? তিনি বললেনঃ নিঃশব্দে বা সশব্দে বায়ু নিঃসরণ হওয়া।
মালিক (র) নাঈম ইবন আবদুল্লাহ মুজাম্মার থেকে মাওকুফ সনদে বর্ণনা করেন। তিনি হযরত আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছেনঃ তোমাদের কেউ যখন সালাত আদায় করে, এরপর মুসাল্লায় বসে যায়, তখন ফিরিশতারা তার জন্য এই বলে দু'আ করে اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, হে আল্লাহ। তুমি তার উপর রহমত নাযিল কর।" যদি সে মুসাল্লা থেকে উঠে মসজিদে বসে সালাতের অপেক্ষা করে, সালাত আদায় পর্যন্ত সে সালাতে আছে বলে গণ্য হয়।
মালিক (র) নাঈম ইবন আবদুল্লাহ মুজাম্মার থেকে মাওকুফ সনদে বর্ণনা করেন। তিনি হযরত আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছেনঃ তোমাদের কেউ যখন সালাত আদায় করে, এরপর মুসাল্লায় বসে যায়, তখন ফিরিশতারা তার জন্য এই বলে দু'আ করে اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, হে আল্লাহ। তুমি তার উপর রহমত নাযিল কর।" যদি সে মুসাল্লা থেকে উঠে মসজিদে বসে সালাতের অপেক্ষা করে, সালাত আদায় পর্যন্ত সে সালাতে আছে বলে গণ্য হয়।
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
647 - وَفِي رِوَايَة لمُسلم وَأَبُو دَاوُد قَالَ لَا يزَال العَبْد فِي صَلَاة مَا كَانَ فِي مُصَلَّاهُ ينْتَظر الصَّلَاة وَالْمَلَائِكَة تَقول اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه حَتَّى ينْصَرف أَو يحدث
قيل وَمَا يحدث قَالَ يفسو أَو يضرط
وَرَوَاهُ مَالك مَوْقُوفا عَن نعيم بن عبد الله المجمر أَنه سمع أَبَا هُرَيْرَة يَقُول إِذا صلى أحدكُم ثمَّ جلس فِي مُصَلَّاهُ لم تزل الْمَلَائِكَة تصلي عَلَيْهِ اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه فَإِن قَامَ من مُصَلَّاهُ فَجَلَسَ فِي الْمَسْجِد ينْتَظر الصَّلَاة لم يزل فِي صَلَاة حَتَّى يُصَلِّي
قيل وَمَا يحدث قَالَ يفسو أَو يضرط
وَرَوَاهُ مَالك مَوْقُوفا عَن نعيم بن عبد الله المجمر أَنه سمع أَبَا هُرَيْرَة يَقُول إِذا صلى أحدكُم ثمَّ جلس فِي مُصَلَّاهُ لم تزل الْمَلَائِكَة تصلي عَلَيْهِ اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه فَإِن قَامَ من مُصَلَّاهُ فَجَلَسَ فِي الْمَسْجِد ينْتَظر الصَّلَاة لم يزل فِي صَلَاة حَتَّى يُصَلِّي
