আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৪৬
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৪৬. বুখারী শরীফে বর্ণিত আছে যে, তোমাদের মধ্যকার কাউকে যতক্ষণ পর্যন্ত সালাত আবদ্ধ রাখে, ততক্ষণ সে সালাতের মধ্যেই থাকে, ফিরিশতা তাকে এই বলে দু'আ করে اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه “হে আল্লাহ! তাকে ক্ষমা কর, হে আল্লাহ! তার প্রতি রহমত বর্ষণ কর।" যতক্ষণ না সেই ব্যক্তি মুসাল্লা থেকে উঠে যায় অথবা উযূ না ভংগ করে।
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
646 - وللبخاري إِن أحدكُم فِي صَلَاة مَا دَامَت الصَّلَاة تحبسه وَالْمَلَائِكَة تَقول اللَّهُمَّ اغْفِر لَهُ اللَّهُمَّ ارحمه مَا لم يقم من مُصَلَّاهُ أَو يحدث
