আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৪৫
সালাত আদায়ের পর (অন্য) সালাতের অপেক্ষা করার প্রতি অনুপ্রেরণা
৬৪৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যতক্ষণ সালাতের জন্য প্রতীক্ষা তোমাদের কাউকে আটকে রাখে এবং যতক্ষণ সালাত ছাড়া অন্য কিছু তাকে ঘরে পরিজনের কাছে ফিরে যাওয়ার পথে বাধা দেয় না, ততক্ষণে সে সালাতের মধ্যেই থাকে।
হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
التَّرْغِيب فِي انْتِظَار الصَّلَاة بعد الصَّلَاة
645 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يزَال أحدكُم فِي صَلَاة مَا دَامَت الصَّلَاة تحبسه لَا يمنعهُ أَن يَنْقَلِب إِلَى أَهله إِلَّا الصَّلَاة
رَوَاهُ البُخَارِيّ فِي أثْنَاء حَدِيث وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান