আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৪৪
নফল সালাত ঘরে আদায়ের প্রতি অনুপ্রেরণা
৬৪৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিছু কিছু সালাত আদায় করে তোমরা তোমাদের ঘরকে ধন্য কর।
হাদীসটি ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে বর্ণিত হয়েছে।
التَّرْغِيب فِي صَلَاة النَّافِلَة فِي الْبيُوت
644 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أكْرمُوا بُيُوتكُمْ بِبَعْض صَلَاتكُمْ

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান