আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৪৩
নফল সালাত ঘরে আদায়ের প্রতি অনুপ্রেরণা
৬৪৩. রাসূলুল্লাহ (সা) এর জনৈক সাহাবী (রা) থেকে বর্ণিত। আমার মনে হয় মারফু সূত্রে বর্ণিত। তিনি বলেন : লোক দেখান (নফল) সালাতের চেয়ে ঘরে সালাত (নফল) আদায়ে রয়েছে অনেক ফযীলত, যেমনি ফযীলত রয়েছে নফল সালাতের উপর ফরয সালাতের।
বায়হাকী ইনশা আল্লাহ উত্তম সনদে এ হাদীসটি বর্ণনা করেন।
التَّرْغِيب فِي صَلَاة النَّافِلَة فِي الْبيُوت
643 - وَعَن رجل من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أرَاهُ رَفعه قَالَ فضل صَلَاة الرجل فِي بَيته على صلَاته حَيْثُ يرَاهُ النَّاس كفضل الْفَرِيضَة على التَّطَوُّع

رَوَاهُ الْبَيْهَقِيّ وَإِسْنَاده جيد إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান