আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৪২
অধ্যায়ঃ নামাজ
নফল সালাত ঘরে আদায়ের প্রতি অনুপ্রেরণা
৬৪২. হযরত যায়দ ইবন সাবিত (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: হে লোকেরা। তোমাদের নিজেদের ঘরে সালাত আদায় করবে; কেননা ফরয সালাত ব্যতীত মানুষের সালাতের মধ্যে সে সালাতই উৎকৃষ্ট, যা সে তার ঘরে আদায় করে।
নাসাঈ উত্তম সনদে এবং ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة النَّافِلَة فِي الْبيُوت
642 - وَعَن زيد بن ثَابت رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صلوا أَيهَا النَّاس فِي بُيُوتكُمْ فَإِن أفضل صَلَاة الْمَرْء فِي بَيته إِلَّا الصَّلَاة الْمَكْتُوبَة

رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد جيد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান