আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৪১
নফল সালাত ঘরে আদায়ের প্রতি অনুপ্রেরণা
৬৪১. হযরত আবূ মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদল ইরাকী লোক উমর (রা)-এর উদ্দেশ্যে বের হল। তারা তাঁর কাছে এসে লোকের ঘরে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করল, তিনি বললেন: আমি এ বিষয়ে) রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন: লোকের ঘরে সালাত আদায়ে রয়েছে নূর। কাজেই তোমরা তোমাদের ঘরকে জ্যোতির্ময় করে তোল।
ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত।
التَّرْغِيب فِي صَلَاة النَّافِلَة فِي الْبيُوت
641 - وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ خرج نفر من أهل الْعرَاق إِلَى عمر فَلَمَّا قدمُوا عَلَيْهِ سَأَلُوهُ عَن صَلَاة الرجل فِي بَيته فَقَالَ عمر سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أما صَلَاة الرجل فِي بَيته فنور فنوروا بُيُوتكُمْ

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৪১ | মুসলিম বাংলা