আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৩২
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬৩২. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন উম্মু মাকতুম (রা) নবী (সা)এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমার ঘর (মসজিদ থেকে) অনেক দূরে অবস্থিত, আমি একজন অন্ধ লোক, তবে আমি আযান শুনতে পাই। তিনি বললেনঃ যদি তুমি আযান শুনতে পাও, তাহলে তুমি আযানে সাড়া দেবে (জামাআতে অংশগ্রহণ করবে), যদি তা হামাগুড়ি দিয়ে অথবা কষ্ট করেও হয়।
(আহমদ, আবু ইয়ালা, তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি أَو زحفا শব্দটি বলেন নি।)
(আহমদ, আবু ইয়ালা, তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি أَو زحفا শব্দটি বলেন নি।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
632 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ أَتَى ابْن أم مَكْتُوم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِن منزلي شاسع وَأَنا مكفوف الْبَصَر وَأَنا أسمع الْأَذَان قَالَ فَإِن سَمِعت الْأَذَان فأجب وَلَو حبوا أَو زحفا
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن حبَان فِي صَحِيحه وَلم يقل أَو زحفا
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن حبَان فِي صَحِيحه وَلم يقل أَو زحفا
