আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৩৩
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬৩৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। দিনে সিয়াম পালনকারী এবং কিয়ামুল লায়ল অবলম্বনকারী (নফল) অথচ জামা'আত ও জুমুআয় উপস্থিত হয় না এমন এক ব্যক্তি সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হন। তিনি বলেন: এই ব্যক্তি দোযখী।
(ইমাম তিরমিযী এ হাদীসকে মাওকুফ হিসেবে বর্ণনা করেন।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
633 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَنه سُئِلَ عَن رجل يَصُوم النَّهَار وَيقوم اللَّيْل وَلَا يشْهد الْجَمَاعَة وَلَا الْجُمُعَة فَقَالَ هَذَا فِي النَّار
رَوَاهُ التِّرْمِذِيّ مَوْقُوفا
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৩৩ | মুসলিম বাংলা