আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৩১
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬৩১. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: অন্ধ ইবন উম্মে মাকতুম (রা) ছিলেন কুরায়শ
বংশের লোক। তিনি রাসূলুল্লাহ (সা) এর নিকট এলেন। আর তাঁকে ঘিরেই নাযিল হয়েছিল عبس وَتَوَلَّى أَن جَاءَهُ الْأَعْمَى সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার নিকট অন্ধলোকটি এলো)। (সূরা আবাসা, ৮০৪১-২)। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোন। আপনি আমাকে অতি বৃদ্ধ দেখতে পাচ্ছেন। আমার হাড়গুলো নাজুক হয়ে গেছে এবং আমার চোখের জ্যোতি নিভে গেছে। আমার এমন কোন পথ প্রদর্শক নেই, যে আমাকে সময়মত (মসজিদে) পৌছিয়ে দেবে? কাজেই আপনি আমাকে আমার ঘরে সালাত আদায়ের (অনুমতি) দিতে পারেন কি? রাসূলুল্লাহ বললেনঃ তুমি যে ঘরে থাক, সে ঘর থেকে কি মুআযযিনের আযান শুনতে পাও? তিনি বললেন হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ (সা) বললেন: তাহলে আমি তোমাকে অনুমতি দিতে পারছি না। সালাতের জামাআত থেকে পিছনে অবস্থানকারী যদি জানত, পদব্রজে মসজিদে আসায় কী সওয়াব রয়েছে,তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত।
(তাবারানী 'কবীর' গ্রন্থে আলী ইবন ইয়াযীদ ইলহান সূত্রে কাসিম হযরত আবূ উমামা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
631 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ أقبل ابْن أم مَكْتُوم وَهُوَ أعمى وَهُوَ الَّذِي أنزل فِيهِ {عبس وَتَوَلَّى أَن جَاءَهُ الْأَعْمَى} عبس 1 2 وَكَانَ رجلا من قُرَيْش إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله بِأبي وَأمي أَنا كَمَا تراني قد دبرت سني ورق عظمي وَذهب بَصرِي ولي قَائِد لَا يلايمني قياده إيَّايَ فَهَل تَجِد لي رخصَة أُصَلِّي فِي بَيْتِي الصَّلَوَات فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَل تسمع الْمُؤَذّن فِي الْبَيْت الَّذِي أَنْت فِيهِ قَالَ نعم يَا رَسُول الله
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أجد لَك رخصَة وَلَو يعلم هَذَا المتخلف عَن الصَّلَاة فِي الْجَمَاعَة مَا لهَذَا الْمَاشِي إِلَيْهَا لأتاها وَلَو حبوا على يَدَيْهِ وَرجلَيْهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق عَليّ بن يزِيد الالهاني عَن الْقَاسِم عَن أبي أُمَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৩১ | মুসলিম বাংলা