আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৩০
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬৩০. হযরত আবূ শা'সা মুহারিবী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মসজিদে বসা ছিলাম। এমন সময় মুআযযিন আযান দিল। এরপর এক ব্যক্তি মসজিদ থেকে উঠে চলে গেল। আবূ হুরায়রা (রা) তার দিকে তাকিয়ে রইলেন, এমন কি সে মসজিদে থেকে বেরিয়ে গেল। আবু হুরায়রা (রা) বললেনঃ এই ব্যক্তি আবুল কাসিম-এর নাফরমানী করল।
(সামাই হাদীসটি মুসলিম এবং অপরাপর হাদীসের গ্রন্থরাজি হতে বর্ণিত। এ বিষয়ক হাদীস পূর্ববর্তী অধ্যায়সমূহেও বর্ণিত হয়েছে।)
(সামাই হাদীসটি মুসলিম এবং অপরাপর হাদীসের গ্রন্থরাজি হতে বর্ণিত। এ বিষয়ক হাদীস পূর্ববর্তী অধ্যায়সমূহেও বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
630 - وَعَن أبي الشعْثَاء الْمحَاربي رَضِي الله عَنهُ قَالَ كُنَّا قعُودا فِي الْمَسْجِد فَأذن الْمُؤَذّن فَقَامَ رجل من الْمَسْجِد يمشي فَأتبعهُ أَبُو هُرَيْرَة بَصَره حَتَّى خرج من الْمَسْجِد فَقَالَ أَبُو هُرَيْرَة أما هَذَا فقد عصى أَبَا الْقَاسِم صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ مُسلم وَغَيره وَتقدم
رَوَاهُ مُسلم وَغَيره وَتقدم
