আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬২৯
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬২৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) এর নিকট এক অন্ধ ব্যক্তি এলো এবং বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমার এমন কোন লোক নেই, যে আমাকে মসজিদে দিয়ে যাবে। সে রাসূলুল্লাহ (সা)-এর কাছে তার নিজ ঘরে সালাত আদায়ের অবকাশ (অনুমতি) চাইল। তিনি তাকে অবকাশ (অনুমতি) দিলেন। কিন্তু যখন সে উঠে গেল, তিনি তাকে ডেকে বললেন: তুমি কি সালাতের আযান শুনতে পাও? সে বলল: হ্যাঁ। তখন তিনি বললেন: তাহলে তুমি (আযানের ডাকে) সাড়া দিও।
(মুসলিম ও নাসাঈ এবং অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(মুসলিম ও নাসাঈ এবং অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
629 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل أعمى فَقَالَ يَا رَسُول الله لَيْسَ لي قَائِد يقودني إِلَى الْمَسْجِد فَسَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يرخص لَهُ يُصَلِّي فِي بَيته فَرخص لَهُ فَلَمَّا ولى دَعَاهُ فَقَالَ هَل تسمع النداء بِالصَّلَاةِ قَالَ نعم
قَالَ فأجب
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَغَيرهمَا
قَالَ فأجب
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَغَيرهمَا
