আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬২৪
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬২৪. হযরত মুআয ইবন আনাস (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। কষ্ট পুরোপুরিই কষ্ট। আর তা রয়েছে কুফরী ও নিফাকে। যে ব্যক্তি আল্লাহর আহবানকারীর সালাতের আহবান শুনল, অথচ সাড়া দিল না।
(আহমদ ও তাবারানী যবান ইবন ফায়িদ থেকে হাদীসটি বর্ণনা করেন।)
(আহমদ ও তাবারানী যবান ইবন ফায়িদ থেকে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
624 - وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ الْجفَاء كل الْجفَاء وَالْكفْر والنفاق من سمع مُنَادِي الله يُنَادي إِلَى الصَّلَاة فَلَا يجِيبه
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة زبان بن فائد
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة زبان بن فائد


বর্ণনাকারী: