আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬২৩
অধ্যায়ঃ নামাজ
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬২৩. আবূ দাউদ শরীফে বর্ণিত আছে যে, তোমরা যদি তোমাদের নবীর সুন্নাত বর্জন কর, তাহলে তোমরা কুফরী করলে। ইতোপূর্বে আবূ উমামা (রা)-এর বরাতে মারফ্ সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে।
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
623 - وَفِي رِوَايَة لابي دَاوُد وَلَو تركْتُم سنة نَبِيكُم لكَفَرْتُمْ
وَتقدم حَدِيث أبي أُمَامَة فِي الْمَعْنى مَرْفُوعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান