আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬২২
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬২২. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি। যে গ্রামে বা প্রান্তরে তিনজন লোকও অবস্থান করে, অথচ তারা জামাআতে সালাত আদায় করে না, তাদের উপর শয়তান সওয়ার হয়ে যায়। কাজেই জামাআতের সাথে সালাত আদায় করা তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য। কেননা দলত্যাগী বিচ্ছিন্ন বকরীকেই নেকড়ে বাঘ খেয়ে ফেলে।
(আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন এবং হাকিমও। তবে রাযীন তাঁর জামে গ্রন্থে বাড়িয়ে বলেনঃ মানুষের জন্য নেকড়ে বাঘ হল শয়তান, যখন সে কাউকে একাকী পায়, তখন সে তাকে ধ্বংস করে।
হযরত ইবন মাসউদ (রা) সূত্রে পূর্বে এই মর্মে হাদীসে উল্লেখিত হয়েছে যে, তোমরা যদি নিজ ঘরে সালাত আদায় কর, যেমন জামাআত বর্জনকারী একদল লোক ঘরে সালাত আদায় করে, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নাত বর্জন করলে। আর তোমরা যদি তোমাদের নবীর সুন্নাত বর্জন কর, তাহলে তোমরা গুমরাহ হয়ে যাবে। হাদীসের শেষ পর্যন্ত।
(মুসলিম ও আবু দাউদ এবং এতদ্ব্যতীত অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
622 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من ثَلَاثَة فِي قَرْيَة وَلَا بَدو لَا تُقَام فيهم الصَّلَاة إِلَّا قد استحوذ عَلَيْهِم الشَّيْطَان فَعَلَيْكُم بِالْجَمَاعَة فَإِنَّمَا يَأْكُل الذِّئْب من الْغنم القاصية
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن
حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَزَاد رزين فِي جَامعه وَإِن ذِئْب الْإِنْسَان الشَّيْطَان إِذا خلا بِهِ أكله
وَتقدم حَدِيث ابْن مَسْعُود رَضِي الله عَنهُ وَفِيه وَلَو أَنكُمْ صليتم فِي بُيُوتكُمْ كَمَا يُصَلِّي هَذَا المتخلف فِي بَيته لتركتم سنة نَبِيكُم وَلَو تركْتُم سنة نَبِيكُم لَضَلَلْتُمْ الحَدِيث رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬২২ | মুসলিম বাংলা