আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬২১
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬২১. হযরত ইবন আব্বাস (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি আযান শুনেছে অথচ জামাআতে হাযির হয় নি, তার সালাত আদায় হয় নি। তবে যদি কোন ওযর থাকে (তাহলে তা কবূল করা হবে)।
(কাসিম ইবন আসবাগ তাঁর গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইবন মাজাহ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসখানা সহীহ।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
621 - وَعنهُ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سمع النداء فَلم يجب فَلَا صَلَاة لَهُ إِلَّا من عذر
رَوَاهُ الْقَاسِم بن أصبغ فِي كِتَابه وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬২১ | মুসলিম বাংলা