আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬২০
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬২০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আযান শুনেছে অথচ কোন ওযর তাকে বিরত রাখেনি; তারা বলল: ওযর কি? তিনি বললেনঃ ভয়-ভীতি অথবা রোগ-ব্যধি। তাহলে সে যে সালাত আদায় করেছে, তা কবুল করা হবে না।
(আবূ দাউদ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীস বর্ণনা করেন এবং ইবন মাজাহও অনুরূপ বর্ণনা করেন।)
(আবূ দাউদ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীস বর্ণনা করেন এবং ইবন মাজাহও অনুরূপ বর্ণনা করেন।)
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
620 - عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سمع النداء فَلم يمنعهُ من اتِّبَاعه عذر
قَالُوا وَمَا الْعذر قَالَ خوف أَو مرض لم تقبل مِنْهُ الصَّلَاة الَّتِي صلى
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَابْن مَاجَه بِنَحْوِهِ
قَالُوا وَمَا الْعذر قَالَ خوف أَو مرض لم تقبل مِنْهُ الصَّلَاة الَّتِي صلى
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَابْن مَاجَه بِنَحْوِهِ
