আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬১৯
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৯. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যারা রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে আসে, তুমি তাদেরকে কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দাও।
(ইবন মাজাহ, ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে এবং হাকিম তাঁর শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ। তবে এ বিষয়ক হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
619 - وَعَن سهل بن سعد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بشر الْمَشَّائِينَ فِي الظُّلم إِلَى الْمَسَاجِد بِالنورِ التَّام يَوْم الْقِيَامَة
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ وَتقدم مَعَ غَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬১৯ | মুসলিম বাংলা