আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬১৮
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৮. হযরত আবুদ-দারদা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: যে ব্যক্তি রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে (সালাত আদায়ের) উদ্দেশ্যে যায়, সে কিয়ামতের দিন নূরসহ আল্লাহর সাক্ষাত লাভ করবে। (তাবারানী তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন। ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থেও এরূপ বর্ণিত আছে।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
618 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مَشى فِي ظلمَة اللَّيْل إِلَى الْمَسَاجِد لَقِي الله عز وَجل بِنور يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَلابْن حبَان فِي صَحِيحه نَحوه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَلابْن حبَان فِي صَحِيحه نَحوه


বর্ণনাকারী: