আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬২৫
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬২৫. তাবারানীর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মুমিনের হতভাগ্য ও বঞ্চিত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে মুআযযিনের আযান শুনল, অথচ তাতে সে সাড়া দিল না।
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
625 - وَفِي رِوَايَة للطبراني قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِحَسب الْمُؤمن من الشَّقَاء والخيبة أَن يسمع الْمُؤَذّن يثوب بِالصَّلَاةِ فَلَا يجِيبه
