আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬১৬
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৬. রাসূলুল্লাহ (সা) এর সাহাবী হযরত মায়তাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে, যে ব্যক্তি প্রথম সমজিদে (সালাত আদায়ের জন্য) আসে, ফিরিশতা তার সাথে ঝাণ্ডা বহন করে। পতাকাবাহী ফিরিশতা তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার সাথে থাকে। যে ব্যক্তি প্রথমে বাজারে যায়, শয়তান তার সাথে পতাকা বহন করে, যতক্ষণ না সে ঘরে ফিরে আসেন।
(ইবন আবূ আসিম এবং আবূ লুয়ায়ম معرفَة الصَّحَابَة গ্রন্থে এবং অন্যান্যগণও হাদীসটি বর্ণনা করেন।)
(ইবন আবূ আসিম এবং আবূ লুয়ায়ম معرفَة الصَّحَابَة গ্রন্থে এবং অন্যান্যগণও হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
616 - وَرُوِيَ عَن ميتم رجل من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَلغنِي أَن الْملك يَغْدُو برايته مَعَ أول من يَغْدُو إِلَى الْمَسْجِد فَلَا يزَال بهَا مَعَه حَتَّى يرجع فَيدْخل بهَا منزله وَإِن الشَّيْطَان يَغْدُو برايته إِلَى السُّوق مَعَ أول من يَغْدُو فَلَا يزَال بهَا مَعَه حَتَّى يرجع فيدخلها منزله
رَوَاهُ ابْن أبي عَاصِم وَأَبُو نعيم فِي معرفَة الصَّحَابَة وَغَيرهَا
رَوَاهُ ابْن أبي عَاصِم وَأَبُو نعيم فِي معرفَة الصَّحَابَة وَغَيرهَا
