আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬১৫
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬১৫. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ফজরের সলাতের জন্য যায়, সে ঈমানের ঝাণ্ডা বহন করে। পক্ষান্তরে যে ব্যক্তি বাজারে যায়, সে শয়তানের ঝাণ্ডা বহন করে।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
615 - وَرُوِيَ عَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من غَدا إِلَى صَلَاة الصُّبْح غَدا براية الْإِيمَان وَمن غَدا إِلَى السُّوق غَدا براية الشَّيْطَان
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه


বর্ণনাকারী: