আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬০৫
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মুনাফিকদের কাছে সর্বাধিক ভারী ও কষ্টদায়ক সালাত হল ইশা ও ফজর। এ দুয়ের মধ্যে যে (সওয়াব) নিহিত রয়েছে, তা যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই (দুই সালাতে) শামিল হত। আমার মনে চায় যে, আমি একজনকে সালাতের ইমামতের দায়িত্ব দেই (যাতে তার মাধ্যমে সালাত আদায় করা হয়) এবং অন্য একজনকে ইমামতির দায়িত্ব দেই যাতে সে লোকদের সালাতের ইমামতি করে। এরপর আমি লাকড়ীর বোঝাসহ একদল লোক আমার সাথে নিয়ে ঐ সকল লোকের ঘরে চলে যাই যারা সালাতে উপস্থিত হয়নি, এবং ঘরসহ তাদের জ্বালিয়ে দেই।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
605 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أثقل صَلَاة على الْمُنَافِقين صَلَاة الْعشَاء وَصَلَاة الْفجْر وَلَو يعلمُونَ مَا فيهمَا لأتوهما وَلَو حبوا وَلَقَد هَمَمْت أَن آمُر بِالصَّلَاةِ فتقام ثمَّ آمُر رجلا فَيصَلي بِالنَّاسِ ثمَّ أَنطلق معي بِرِجَال مَعَهم حزم من حطب إِلَى قوم لَا يشْهدُونَ الصَّلَاة فَأحرق عَلَيْهِم بُيُوتهم بالنَّار
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
