আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬০৪
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৪. হযরত উসমান ইবন আফ্ফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ইশার সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন অর্ধেক রাত সালাত আদায় করল। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন সারারাত সালাত আদায় করল।
(মালিক ও মুসলিম হাদীসটি বর্ণনা করেন। শব্দমালা মুসলিমের। আবু দাউদ তাঁর নিজ শব্দযোগে বর্ণনা করেনঃ যে ব্যক্তি ইশার সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন অর্ধেক রাত সালাত আদায় করল। আর যে ব্যক্তি ইশা ও ফজরের সালাত জামাআতের সাথে আদায় করল, সে যেন সারারাত সালাত আদায় করল। তিরমিযীও আবূ দাউদের ন্যায় বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন: এ হাদীসখানা হাসান-সহীহ। ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে ইশা ও ফজরের সালাত জামাআতে আদায় করার ফযীলত শীর্ষক অনুচ্ছেদে বর্ণনা করেন যে, জামা'আতের সাথে ইশার সালাত আদায় করা অপেক্ষা ফজরের সালাত জামাআতে আদায় করা উত্তম। বর্ণনাটি হল: জামাআতে ইশার সালাত আদায় করার চাইতে ফজরের সালাত জামাআতে আদায়ে রয়েছে দ্বিগুণ সওয়াব। তারপর তিনি মুসলিমের অনুরূপ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। আবূ দাউদ এবং তিরমিযীর শব্দমালা ইবন খুযায়মার বর্ণনা পরিহার করে। আল্লাহ সর্বজ্ঞ।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
604 - عَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من صلى الْعشَاء فِي جمَاعَة فَكَأَنَّمَا قَامَ نصف اللَّيْل وَمن صلى الصُّبْح فِي جمَاعَة فَكَأَنَّمَا صلى اللَّيْل كُله
رَوَاهُ مَالك وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَلَفظه من صلى الْعشَاء فِي جمَاعَة كَانَ كقيام نصف لَيْلَة وَمن صلى الْعشَاء وَالْفَجْر فِي جمَاعَة كَانَ كقيام لَيْلَة
وَرَوَاهُ التِّرْمِذِيّ كَرِوَايَة أبي دَاوُد وَقَالَ حَدِيث حسن صَحِيح قَالَ ابْن خُزَيْمَة فِي صَحِيحه بَاب فضل صَلَاة الْعشَاء وَالْفَجْر فِي جمَاعَة وَبَيَان أَن صَلَاة الْفجْر فِي الْجَمَاعَة أفضل من صَلَاة الْعشَاء فِي الْجَمَاعَة وَأَن فَضلهَا فِي الْجَمَاعَة ضعفا فضل الْعشَاء فِي الْجَمَاعَة
ثمَّ ذكره بِنَحْوِ لفظ مُسلم وَلَفظ أبي دَاوُد وَالتِّرْمِذِيّ يدافع مَا ذهب إِلَيْهِ وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬০৪ | মুসলিম বাংলা