আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬০৩
বিজন এলাকায় সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা।
৬০৩. হযরত সালমান ফারসী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কোন ব্যক্তি যদি বিজন এলাকায় অবস্থান করে এবং এমন সময় সালাতের সময় হয়, তাহলে সে যেন উযূ করে নেয়। আর যদি পানি না পায়, তাহলে যেন তায়াম্মুম করে। যদি সে সালাতে দাঁড়ায়, তখন দুইজন ফিরিশতা তার সাথে দাঁড়িয়ে যান। আর যদি সে আযান ও ইকমত দেয় এবং সালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, তখন তার পিছনে এমন দীর্ঘ সারি বেঁধে আল্লাহর সেনাদল দাঁড়িয়ে যান যে, তাঁদের প্রান্তমালা দেখা যায় না।
(আবদুর রাযযাক ইবন তায়মী তাঁর পিতার সূত্রে আবু উসমান নাহদী (র) থেকে হযরত সালমান (রা) সূত্রেহাদীসটি বর্ণনা করেন।)
হযরত 'উকবা ইবন 'আমির (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত এ পর্যায়ের একটি হাদীস আগে বর্ণিত হয়েছে যে, তোমার রব ঐ বকরীর রাখালের প্রতি সন্তুষ্ট, যে পাহাড়ের চূড়ায় অবস্থানকালে সালাতের জন্য আযান দেয় এবং সালাত আদায় করে, আল্লাহ তা'আলা তখন বলেনঃ তোমরা আমার এই বান্দার প্রতি তাকাও, সে আযান দিচ্ছে এবং আমার ভয়ে সালাত আদায় করছে। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করাব।
(আবূ দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। 'আযান' অধ্যায়ে এ সম্পর্কিত হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الفلاة
603 - وَعَن سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كَانَ الرجل بِأَرْض قي فحانت الصَّلَاة فَليَتَوَضَّأ فَإِن لم يجد مَاء فليتيمم فَإِن أَقَامَ صلى مَعَه ملكاه وَإِن أذن وَأقَام صلى خَلفه من جنود الله مَا لَا يرى طرفاه
رَوَاهُ عبد الرازق عَن ابْن التَّيْمِيّ عَن أَبِيه عَن أبي عُثْمَان النَّهْدِيّ عَن سلمَان
وَتقدم حَدِيث عقبَة بن عَامر عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يعجب رَبك من راعي غنم فِي رَأس شظية يُؤذن بِالصَّلَاةِ وَيُصلي فَيَقُول الله عز وَجل انْظُرُوا إِلَى عَبدِي هَذَا يُؤذن وَيُقِيم الصَّلَاة
يخَاف مني قد غفرت لعبدي وأدخلته الْجنَّة
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَتقدم فِي الْأَذَان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬০৩ | মুসলিম বাংলা