আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬০২
বিজন এলাকায় সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা।
৬০২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাতের মাধ্যমে যে এলাকাতেই আল্লাহর যিকর করা হোক অথবা শুধু যিকর করা হোক, তা সপ্ত যমীন পর্যন্ত উজ্জ্বল হয়ে উঠে এবং পার্শ্ববর্তী যমীন গর্ববোধ করে। কোন ব্যক্তি যখন বিজন এলাকায় সালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়ায়, তখন তার জন্য যমীন উজ্জ্বল হয়ে উঠে।
(আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الفلاة
602 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من بقْعَة يذكر الله عَلَيْهَا بِصَلَاة أَو بِذكر إِلَّا استشرفت بذلك إِلَى مُنْتَهَاهَا إِلَى سبع أَرضين وفخرت على مَا حولهَا من الْبِقَاع وَمَا من عبد يقوم بفلاة من الأَرْض يُرِيد الصَّلَاة إِلَّا تزخرفت لَهُ الأَرْض
رَوَاهُ أَبُو يعلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬০২ | মুসলিম বাংলা