আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬০৬
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৬. মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) কিছু সংখ্যক লোককে সালাতে অনুপস্থিত দেখতে পেয়ে বলেছেন: আমি ইচ্ছা করেছি যে, এক ব্যক্তিকে এই মর্মে নির্দেশ দেই যে, সে লোকদের নিয়ে সালাত আদায় করুক এবং আমি তাদের পেছনে যাই, যারা সালাতে আসেনি। তারপর আমি নির্দেশ দেই যে, তাদের ঘর কাঠের আগুন দ্বারা তাদেরসহ জ্বালিয়ে দেওয়া হোক। তারা যদি জানত যে, এখানে আসলে উটের গোশত ভর্তি মোটা হাড় পাওয়া যাবে, তবে নিশ্চয়ই এই সালাতে অর্থাৎ ইশার সালাতে উপস্থিত হতো।
(ইমাম আহমদ (র) বিভিন্ন বর্ণনার নিরিখে অত্র হাদীসে উল্লেখ করেন যেঃ যদি তাদের ঘরে নারী এবং শিশুরা না থাকত, তাহলে আমি ইশার সালাতে দাঁড়িয়ে যেতাম এবং যুবকদের তাদের ঘরসমূহ জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিতাম।)
(ইমাম আহমদ (র) বিভিন্ন বর্ণনার নিরিখে অত্র হাদীসে উল্লেখ করেন যেঃ যদি তাদের ঘরে নারী এবং শিশুরা না থাকত, তাহলে আমি ইশার সালাতে দাঁড়িয়ে যেতাম এবং যুবকদের তাদের ঘরসমূহ জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিতাম।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
606 - وَفِي رِوَايَة لمُسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فقد نَاسا فِي بعض الصَّلَوَات فَقَالَ لقد
هَمَمْت أَن آمُر رجلا يُصَلِّي بِالنَّاسِ ثمَّ أُخَالِف إِلَى رجال يتخلفون عَنْهَا فآمر بهم فيحرقوا عَلَيْهِم بحزم الْحَطب بُيُوتهم وَلَو علم أحدهم أَنه يجد عظما سمينا لشهدها يَعْنِي صَلَاة الْعشَاء وَفِي بعض رِوَايَات الإِمَام أَحْمد لهَذَا الحَدِيث لَوْلَا مَا فِي الْبيُوت من النِّسَاء والذرية أَقمت صَلَاة الْعشَاء وَأمرت فتياني يحرقون مَا فِي الْبيُوت بالنَّار
هَمَمْت أَن آمُر رجلا يُصَلِّي بِالنَّاسِ ثمَّ أُخَالِف إِلَى رجال يتخلفون عَنْهَا فآمر بهم فيحرقوا عَلَيْهِم بحزم الْحَطب بُيُوتهم وَلَو علم أحدهم أَنه يجد عظما سمينا لشهدها يَعْنِي صَلَاة الْعشَاء وَفِي بعض رِوَايَات الإِمَام أَحْمد لهَذَا الحَدِيث لَوْلَا مَا فِي الْبيُوت من النِّسَاء والذرية أَقمت صَلَاة الْعشَاء وَأمرت فتياني يحرقون مَا فِي الْبيُوت بالنَّار
