আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৯৮
জামাআতের সাথে সালাত আদায় করার উদ্দেশ্যে বের হওয়া এবং জামাআত না পাওয়া সত্ত্বেও মসজিদে আসার প্রতি অনুপ্রেরণা
৫৯৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি উযূ করবে এবং উত্তমরূপে উযূ করে মসজিদে এসে লোকদের এমন অবস্থায় পাবে যে, তারা সালাত (জামাআত সহকারে) আদায় করেছে। আল্লাহ তা'আলা তাকে জামাআতে সালাত আদায়কারীর অনুরূপ সওয়াব দেবেন। যে ব্যক্তি সময়মত উপস্থিত হয়েছে এবং (জামাআতে) সালাত আদায় করেছে, এতে তাদের সওয়াব কমানো হবে না।
(আবূ দাউদ, নাসাঈ এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ হাদীসটি মুসলিমের শর্তে সহীহ।
بَاب الْمَشْي إِلَى الْمَسَاجِد শীর্ষক অনুচ্ছেদে সাঈদ ইবন মুসায়্যাব (র) সূত্রে এক আনসার সাহাবী থেকে বর্ণনাটি পূর্বে এসেছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছি: তারপর তিনি হাদীস উল্লেখ করেন। হাদীসটি এরূপ :
যদি সে মসজিদে এসে জামাআতের সাথে সালাত আদায় করে, তাকে ক্ষমা করা হবে। আর যদি সে মসজিদে এসে তাদের কিছু অংশ সালাত আদায় করা হয়েছে এবং কিছু বাকী আছে এমন অবস্থায় পায়, তাহলে সে যা পায় তা আদায় করবে এবং অবশিষ্ট (সালাত) নিজে আদায় করে নেবে। আর যদি সে মসজিদে এসে দেখে যে, তারা সালাত আদায় করে ফেলেছে, তাহলে সে নিজে নিজে পুরো সালাত আদায় করে নেবে।
(আবূ দাউদ, নাসাঈ এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ হাদীসটি মুসলিমের শর্তে সহীহ।
بَاب الْمَشْي إِلَى الْمَسَاجِد শীর্ষক অনুচ্ছেদে সাঈদ ইবন মুসায়্যাব (র) সূত্রে এক আনসার সাহাবী থেকে বর্ণনাটি পূর্বে এসেছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছি: তারপর তিনি হাদীস উল্লেখ করেন। হাদীসটি এরূপ :
যদি সে মসজিদে এসে জামাআতের সাথে সালাত আদায় করে, তাকে ক্ষমা করা হবে। আর যদি সে মসজিদে এসে তাদের কিছু অংশ সালাত আদায় করা হয়েছে এবং কিছু বাকী আছে এমন অবস্থায় পায়, তাহলে সে যা পায় তা আদায় করবে এবং অবশিষ্ট (সালাত) নিজে আদায় করে নেবে। আর যদি সে মসজিদে এসে দেখে যে, তারা সালাত আদায় করে ফেলেছে, তাহলে সে নিজে নিজে পুরো সালাত আদায় করে নেবে।
التَّرْغِيب فِي صَلَاة الْجَمَاعَة وَمَا جَاءَ فِيمَن خرج يُرِيد الْجَمَاعَة فَوجدَ النَّاس قد صلوا
598 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تَوَضَّأ فَأحْسن وضوءه ثمَّ رَاح فَوجدَ النَّاس قد صلوا أعطَاهُ الله مثل أجر من صلاهَا وحضرها لَا ينقص ذَلِك من أُجُورهم شَيْئا
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَتقدم فِي بَاب الْمَشْي إِلَى الْمَسَاجِد حَدِيث سعيد بن الْمسيب عَن رجل من الْأَنْصَار قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فَذكر الحَدِيث وَفِيه فَإِن أَتَى الْمَسْجِد فصلى فِي جمَاعَة غفر لَهُ فَإِن أَتَى الْمَسْجِد وَقد صلوا بَعْضًا وَبَقِي بعض صلى مَا أدْرك وَأتم مَا بَقِي كَانَ كَذَلِك فَإِن أَتَى الْمَسْجِد وَقد صلوا فَأَتمَّ الصَّلَاة كَانَ كَذَلِك
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَتقدم فِي بَاب الْمَشْي إِلَى الْمَسَاجِد حَدِيث سعيد بن الْمسيب عَن رجل من الْأَنْصَار قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فَذكر الحَدِيث وَفِيه فَإِن أَتَى الْمَسْجِد فصلى فِي جمَاعَة غفر لَهُ فَإِن أَتَى الْمَسْجِد وَقد صلوا بَعْضًا وَبَقِي بعض صلى مَا أدْرك وَأتم مَا بَقِي كَانَ كَذَلِك فَإِن أَتَى الْمَسْجِد وَقد صلوا فَأَتمَّ الصَّلَاة كَانَ كَذَلِك
