আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৯৯
জামাআতে অধিক সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৫৯৯. হযরত উবাই ইবন কাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা) আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করেন। এরপর তিনি বললেনঃ অমুক উপস্থিত আছে কি? তারা বললঃ না। তিনি বললেন: অমুক উপস্থিত আছে কি? তারা বলল: না। তিনি বললেনঃ এই দুই ওয়াক্ত সালাত (ফজর ও ইশা) মুনাফিকদের উপর খুবই কষ্টদায়ক ও ভারী। তারা যদি জানত যে, এই দুই সালাতে কী (সওয়াব) রয়েছে, তাহলে তারা হাঁটুর উপর হামাগুড়ি দিয়ে হলেও এর জন্য উপস্থিত হতো। আর প্রথম সারি হল ফিরিশতাদের সারিতুল্য। তোমরা যদি জানতে প্রথম সারিতে কী ফযীলত রয়েছে, তাহলে তার জন্য তোমরা তড়িঘড়ি করতে। একাকী সালাত আদায় অপেক্ষা এক ব্যক্তির সাথে সালাত আদায় করা উত্তম। আর দুই ব্যক্তির সাথে সালাত আদায় উত্তম এক ব্যক্তির সাথে সালাত আদায় করার চেয়ে। এভাবে যতই অধিক লোক হবে, ততই তা আল্লাহর নিকট অধিক প্রিয়।
(আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান তদীয় 'সহীহ' গ্রন্থদ্বয়ে এ হাদীসখানা বর্ণনা করেন এবং হাকিমও। ইয়াহইয়া ইবন মুঈন এবং যাহলী (র) এ হাদীসটি সহীহ বলেছেন।)
التَّرْغِيب فِي كَثْرَة الْجَمَاعَة
599 - عَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ قَالَ صلى بِنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا الصُّبْح فَقَالَ أشاهد فلَان قَالُوا لَا
قَالَ أشاهد فلَان قَالُوا لَا
قَالَ إِن هَاتين الصَّلَاتَيْنِ أثقل الصَّلَوَات على الْمُنَافِقين وَلَو تعلمُونَ مَا فيهمَا لأتيتموها وَلَو حبوا على الركب وَإِن الصَّفّ الأول على مثل صف الْمَلَائِكَة وَلَو علمْتُم مَا فضيلته لابتدرتموه وَإِن صَلَاة الرجل مَعَ الرجل أزكى من صلَاته وَحده وَصلَاته مَعَ الرجلَيْن أزكى من صلَاته مَعَ الرجل وكل مَا كثر فَهُوَ أحب إِلَى الله عز وَجل
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقد جزم يحيى بن معِين والذهلي بِصِحَّة هَذَا الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৯৯ | মুসলিম বাংলা