আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৯৭
জামাআতের সাথে সালাত আদায় করার উদ্দেশ্যে বের হওয়া এবং জামাআত না পাওয়া সত্ত্বেও মসজিদে আসার প্রতি অনুপ্রেরণা
৫৯৭. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলতেনঃ যে ব্যক্তি ইশার সালাত থেকে (শুরু করে) তাকবীরে উলার সাথে চল্লিশ দিন জামাআতে সালাত আদায় করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন।
(ইবন মাজাহ নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেছেন এবং তিরমিযী পূর্বে বর্ণিত হযরত আনাসের হাদীসের অনুরূপ শব্দে বর্ণনা করেন। তবে তিনি হুবহু শব্দ উল্লেখ করেন নি। তিনি বলেনঃ হাদীসটি মুরসাল অর্থাৎ উম্মারা ইবন গুযায়্যা রাবী আনাস থেকে বর্ণনা করেন অথচ তিনি আনাসের সাক্ষাত পান নি। রুযায়ন আবদারী তাঁর জামে' গ্রন্থে উল্লেখ করেছেন। আমি তাঁর নীতিমালা সূত্রে হাদীসটি তাঁর জামে' গ্রন্থে দেখি নাই। আল্লাহ সর্বজ্ঞ।)
التَّرْغِيب فِي صَلَاة الْجَمَاعَة وَمَا جَاءَ فِيمَن خرج يُرِيد الْجَمَاعَة فَوجدَ النَّاس قد صلوا
597 - وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه كَانَ يَقُول من صلى فِي مَسْجِد جمَاعَة أَرْبَعِينَ لَيْلَة لَا تفوته الرَّكْعَة الأولى من صَلَاة الْعشَاء كتب الله لَهُ بهَا عتقا من النَّار
رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَقَالَ نَحْو حَدِيث أنس يَعْنِي الْمُتَقَدّم وَلم يذكر لَفظه وَقَالَ هَذَا الحَدِيث مُرْسل
يَعْنِي أَن عمَارَة بن غزيَّة الرَّاوِي عَن أنس لم يدْرك
أنسا وَذكره رزين الْعَبدَرِي فِي جَامعه وَلم أره فِي شَيْء من الْأُصُول الَّتِي جمعهَا وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৯৭ | মুসলিম বাংলা