আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৭৪
অধ্যায়ঃ নামাজ
সালাতের প্রতি অনুপ্রেরণা এবং রুকু-সিজদা ও ভীতি-বিহ্বলতার ফযীলত
৫৭৪. হযরত যায়দ ইবন খালিদ জুহানী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি উযূ করবে এবং উত্তমরূপে উযূ করবে। অতঃপর দু'রাকআত সালাত আদায় করবে, তাতে ভুল করবে না, তার পূর্বের পাপ ক্ষমা করা হবে।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
অন্য বর্ণনায় আছেঃ যে ব্যক্তি উযূ করবে এবং উত্তমরূপে উযু করে দুই রাক'আত সালাত খালিস অন্তরে আদায় করবে, তার জন্য জান্নাত অবধারিত।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَاة مُطلقًا وَفضل الرُّكُوع وَالسُّجُود والخشوع
574 - وَعَن زيد بن خَالِد الْجُهَنِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تَوَضَّأ فَأحْسن وضوءه ثمَّ صلى رَكْعَتَيْنِ لَا يسهو فيهمَا غفر لَهُ مَا تقدم من ذَنبه
رَوَاهُ أَبُو دَاوُد
وَفِي رِوَايَة عِنْده مَا من أحد يتَوَضَّأ فَيحسن الْوضُوء وَيُصلي رَكْعَتَيْنِ يقبل بِقَلْبِه وبوجهه عَلَيْهِمَا إِلَّا وَجَبت لَهُ الْجنَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৭৪ | মুসলিম বাংলা